কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
সহ-শিক্ষা কার্যক্রম
পোলিং
মতামত দিন
ASSET প্রকল্পের আওতায় ০৪ মাস মেয়াদী সুইং মেশিন অপারেটর, কম্পিউটার অপারেশন, আরএসি, ওয়েল্ডিং ও কনজিউমার ইলেকট্রনিক্স শর্ট কোর্স চলমান রয়েছে। কোর্সটি চলাকালীন প্রতি প্রশিক্ষণাথীকে দৈনিক ১০০ টাকা এবং প্রতি মাসে প্রায় দুই হাজার টাকা হারে মেয়েদের এবং এক হাজার পাঁচশত টাকা হারে ছেলেদের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। বছরে তিনটি সময় কোর্সটিতে ভর্তি করা হয়: জানুয়ারি-এপ্রিল, মে-আগষ্ট ও সেপ্টেম্বর-ডিসেম্বর সেসনে ভর্তি করা হয়।