Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে দৈনিক হাজিরা ভিত্তিক জব প্লেসমেন্ট কর্মকর্তা ও অফিস সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি
বিস্তারিত

সম্পূর্ণ অস্থায়ীভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এ কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) Institutional Development Grant (IDG) এর আওতাধীন খাতে সম্পূর্ণ অস্থায়ী ও দৈনিক হাজিরা ভিত্তিক নিম্নবর্ণিত জনবল নিয়োজন করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে অধ্যক্ষের দপ্তর হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আগামী ০৯-০৫-২০২৪ খ্রি. তারিখের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে অথবা অনলাইন গুগল লিংক (https://forms.gle/egFCH9oBk2pWWsNy8) এর মাধ্যমে আবেদনপত্র জমা দেয়ার জন্য আহবান করা যাচ্ছে।

ক্রমিক

পদের নাম

পদ

যোগ্যতা ও অভিজ্ঞতা

সম্মানী

০১

জব প্লেসমেন্ট কর্মকর্তা

০১ টি

ক) বয়স: ন্যূনতম ৩২ বছর;

শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত কলেজ/বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি; এবং

খ) অভিজ্ঞতা: শিল্প প্রতিষ্ঠানে অথবা বাস্তব কর্মক্ষেত্রে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে জব প্লেসমেন্ট কাজে প্রত্যক্ষভাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।  

১০০০ (এক হাজার) টাকা প্রতি কর্মদিবস

তবে মাসিক সর্বোচ্চ কর্মদিবস

২২ (বাইশ) দিনের বেশি

হবে না


০২

অফিস সহকারি

০১ টি

ক) বয়স: ন্যূনতম ৩২ বছর,

খ) শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এসএসসি/সমমান পাশ;

গ) অভিজ্ঞতা: দাপ্তরিক কাজে ৩ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে।

৫০০ (পাঁচশত) টাকা প্রতি কর্মদিবস

তবে মাসিক সর্বোচ্চ কর্মদিবস

২২ (বাইশ) দিনের বেশি

হবে না


আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে;

১।     ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গীন ছবি।

২।     শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৩।    জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

৪।     অভিজ্ঞতা সনদ/সনদের সত্যায়িত ফটোকপি।                                                                                          

স্বাক্ষরিত

(প্রকৌশলী মোঃ মাহাবুব হায়দার)

অধ্যক্ষ

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ


ছবি
প্রকাশের তারিখ
22/04/2024
আর্কাইভ তারিখ
09/05/2024

ASSET  প্রকল্পের আওতায়  ০৪ মাস মেয়াদী সুইং মেশিন অপারেটর, কম্পিউটার অপারেশন, আরএসি, ওয়েল্ডিং ও কনজিউমার ইলেকট্রনিক্স শর্ট কোর্স চলমান রয়েছে। কোর্সটি চলাকালীন প্রতি প্রশিক্ষণাথীকে  দৈনিক ১০০ টাকা এবং প্রতি মাসে প্রায় দুই হাজার টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। বছরে তিনটি সময় কোর্সটিতে ভর্তি করা হয়: জানুয়ারি-এপ্রিল, মে-আগষ্ট ও  সেপ্টেম্বর-ডিসেম্বর সেসনে ভর্তি করা হয়।