গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে পাঠানটুলি এলাকায় অবস্থিত। প্রাথমিক শিক্ষা স্তর পরবর্তী জেএসসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) কোর্স পরিচালনায় এ প্রতিষ্ঠানটি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন এবং সর্বোপরি নাগরিকদের কারিগরি শিক্ষা ও দক্ষতায় আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।
বিশ্বায়নের এই যুগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়তই আসছে। তাই শিক্ষার্থীদের মেধাবিকাশে সময়োপযোগী পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন চৌকষ নাগরিক ও হাতে-কলমে দক্ষতাসম্পন্ন আলোকিত মানুষ গড়ে তুলতে ১৯৮৪ সালে প্রায় ৭ (সাত) একর জমির উপর এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ৷ ১৯৯৬-৯৭ সাল থেকে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু হয়। প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি ও কলেজ হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে ২০০৩ সালে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নাম পরিবর্তিত হয়ে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ হয় ৷ প্রতিষ্ঠানটিতে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের পাশাপাশি বিভিন্ন অকুপেশনে দক্ষতা প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে।
পরিচালিত শিক্ষাক্রম
১) জেএসসি (ভোকেশনাল) ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি
২) এস.এস.সি প্রোগ্রাম নবম ও দশম
৩) এইচ.এস.সি প্রোগ্রাম একাদশ ও দ্বাদশ
৪) ৪মাস/৩৬০ ঘন্টা মেয়াদী শর্ট কোর্স
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং লেভেল-১
ওয়েল্ডিং লেভেল-১
স্যুয়িং মেশিন অপারেশ লেভেল-১
কনজিউমার ইলেকট্রনিক্স লেভেল-২
কম্পিউটার অপারেশন লেভেল-৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস