Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে পাঠানটুলি এলাকায় অবস্থিত। প্রাথমিক শিক্ষা স্তর পরবর্তী জেএসসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) কোর্স পরিচালনায় এ প্রতিষ্ঠানটি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন এবং সর্বোপরি নাগরিকদের কারিগরি শিক্ষা ও দক্ষতায় আত্মনির্ভরশীল মানুষ হিসেবে  গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। 

বিশ্বায়নের এই যুগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়তই আসছে। তাই শিক্ষার্থীদের মেধাবিকাশে সময়োপযোগী পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন চৌকষ নাগরিক ও হাতে-কলমে দক্ষতাসম্পন্ন আলোকিত মানুষ গড়ে তুলতে ১৯৮৪ সালে প্রায় ৭ (সাত) একর জমির উপর এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ৷ ১৯৯৬-৯৭ সাল থেকে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু হয়। প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি ও কলেজ হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে ২০০৩ সালে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নাম পরিবর্তিত হয়ে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ হয় ৷ প্রতিষ্ঠানটিতে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের পাশাপাশি বিভিন্ন অকুপেশনে দক্ষতা প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে।


পরিচালিত শিক্ষাক্রম

১) জেএসসি (ভোকেশনাল)   ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি

২) এস.এস.সি প্রোগ্রাম নবম ও দশম 

  • অটোমোবাইল এন্ড অটো ইলেকট্রিক বেসিকস
  • জেনারেল ইলেকট্রনিক্স 
  • রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং
  • ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন

৩) এইচ.এস.সি প্রোগ্রাম একাদশ ও দ্বাদশ

  • অটোমোবাইল
  • ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন
  • রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং
  • ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন

৪)    ৪মাস/৩৬০ ঘন্টা মেয়াদী শর্ট কোর্স

       রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং লেভেল-১

       ওয়েল্ডিং লেভেল-১

       স্যুয়িং মেশিন অপারেশ  লেভেল-১

       কনজিউমার ইলেকট্রনিক্স লেভেল-২

       কম্পিউটার অপারেশন লেভেল-৩

       


ASSET প্রকল্পের আওতায় ০৪ মাস মেয়াদী সুইং মেশিন অপারেটর, কম্পিউটার অপারেশন, আরএসি, ওয়েল্ডিং ও কনজিউমার ইলেকট্রনিক্স শর্ট কোর্স চলমান রয়েছে। কোর্সটি চলাকালীন প্রতি প্রশিক্ষণাথীকে দৈনিক ১০০ টাকা এবং প্রতি মাসে প্রায় দুই হাজার টাকা হারে মেয়েদের এবং এক হাজার পাঁচশত টাকা হারে ছেলেদের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। বছরে তিনটি সময় কোর্সটিতে ভর্তি করা হয়: জানুয়ারি-এপ্রিল, মে-আগষ্ট ও সেপ্টেম্বর-ডিসেম্বর সেসনে ভর্তি করা হয়।